portrait photography of woman

আমি আর কাঁদি না

ইদানীং ফোন বাজলেই অস্থির হয়ে পড়ি। টেক্সট মেসেজ দেখতে চাই না। পারলে ফেসবুক থেকে হাজার মাইল দূরে থাকি। কিন্তু না চাইলেও এগুলো তো আমার কাছ ছাড়ে না। আর সেখান থেকে আমি যে খবর পাই, সেটা আমি কোনোভাবেই চাই না। একের পর এক দুঃসংবাদ যেন আমার অপেক্ষায় থাকে।

ঠিক তাই। আবার সেই ফোনে আরও একটা দুঃসংবাদ এলো। আমার মা’র ছোট ভাই মানে আমাদের সালাম মা্মা কলকাতায় থাকতেন। তিনি মাত্র কয়েক ঘণ্টা আগে চলে গেলেন না ফেরার দেশে। বেচারা বেশ ভুগছিলেন। বেশ কয়েক বছর ধরেই ডায়ালাইসিস করে টিকে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। তাকে চলে যেতে হলো। অল্প কয়েক বছরের মধ্যে আমার মা সহ তার ভাই বোনেরা এক এক করে সবাই চলে গেলেন। বুঝতেই পারছি Cycle of Life আগের প্রজন্মের সাথে তার দায়িত্ব প্রায় শেষ করে এনেছে। এর পরে Cycle of Life কি আমাদের প্রজন্মের দিকে এগিয়ে আসবে? আমরা প্রত্যেকেই জানি, মানুষ এই পৃথিবীতে সৃষ্টি কর্তার দেয়া নির্দিষ্ট কিছু সময়ের জন্যে আসে। তার পরে সবাইকে ফিরতে হবে। এর একেবারেই কোনো ব্যতিক্রম নাই। তা সত্ত্বেও এই স্বজনদের মৃত্যু আমাদেরকে ভীষণ কষ্ট দেয়। এর মাত্রা ভাষায় বুঝানো একেবারে অসম্ভব। তবে তুলনা করতে গেলে আমি বলবো, বুকের কলিজাকে কুচি কুচি করে কাটলে যে জ্বালা হতে পারে, তার থেকে এই কষ্ট ও ব্যথা কোনো অংশেই কম না।

প্রবাসী হওয়ার ভীষণ বড় একটা যন্ত্রণা আছে। আমাদের শরীর বিদেশে থাকলেও, মনটা বারে বারে ছুটে চলে যায় দেশে ফেলে আসা সেই আপন মানুষগুলোর কাছে। এই পর্যন্ত প্রবাসে বসে কত প্রিয় জনেরই না আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সংবাদ পেলাম। মন চাইলেও তাদের পাশে যেয়ে দাঁড়াতে পারি নি। মৃত চেহারাগুলোর দিকে তাকিয়ে ক্ষমা চেতে পারি নি। নিজেকে ভীষণ স্বার্থপর ও অপরাধী মনে হয়। তাদেরকে শেষ মুহূর্তে দেখতে না পারার কষ্টের সাথে যোগ হয়, আপন জনের জন্যে দায়িত্ব পালন করতে না পারার প্রচণ্ড মনোবেদনা। বুকের কলিজা পুড়ে ছাই হয়ে গেলেও বুঝি এতো যন্ত্রণা হয় না।

কলেজে অধ্যয়নের প্রথম দিকে John Donne’র একটা ইংরেজি কবিতা পড়েছিলাম, তার শেষের দুটো লাইন খুব মনে পড়ছে:

One short sleep past, we wake eternally

And death shall be no more; Death, thou shalt die.

ছোট একটা নিদ্রার পরে, পরকালে যেয়ে আমাদের ঘুম ভাঙবে। তার পরে আর মৃত্যু থাকবে না, মৃত্যুর মৃত্যু হবে।

ধর্মীয় বিধান অনুযায়ী, প্রতিটা মৃত্যুতে বিশ্বাসীদের তার নিজের মৃত্যুকে উপলব্ধি করার চেষ্টা করতে হয়। এখানে অনেকটা John Donne’র চিন্তাধারার সাথে আমার ভাবনার মিল খুঁজে পাই। ব্যক্তিগতভাবে আমি মৃত্যুকে ভয় পাই না। বরং, অন্তিম কালে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাতে আমি উদগ্রীব থাকবো। কিন্তু কায়মনোবাক্যে প্রার্থনা করি আমার মৃত্যু, যাতে আমার পরিবার কিংবা অন্য কারোর ভোগান্তির কারণ না হয়। আমার ধারণা আমার সম বয়সীরা একই ভাবে চিন্তা করেন। আল্লাহ সুবহান আ তা আলা, আমাদের দোয়া কবুল করবেন। ইনশা আল্লাহ।

জন টেইলার নামে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন, “আমরা আমাদের প্রিয় মানুষকে হারানোর জন্যে দুঃখ করি, তবে ওই পারের অন্যরা তাকে পাওয়ার জন্যে উল্লসিত হয়।” আমাদের প্রয়াত আপন ও প্রিয় মুখগুলো, নিশ্চয়ই পরকালের ভালো মানুষের দল ভারী করেছেন। এই তো মাত্র কয়েক দিনের ব্যাপার, তার পরেই তাদের সাথে আমরাও অনন্তকালের জন্যে মিলিত হবো। তখন তাদের হারানোর আর কোন ভয় থাকবে না।

তার পরেও, প্রতিটা আপন, প্রিয়, পরিচিত জনের মৃত্যু আমাদের ব্যথিত করে, কষ্ট দেয়, বুকটা ভেঙ্গে চুরমার করে। আমরা কাঁদতে চাই একটু স্বস্তির আশায়। আমাদের পল্লি কবি জসিম উদ্দিনের ভাষায়, “এসে জড়া-জড়ি কাঁদি, কেঁদে যদি হয় সুখ।”

প্রকৃতি তার নিজের নিয়মে কাজ করে চলবে। যার যখন ডাক আসবে তাকে তখনই এই মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমিও ফোন তুলে হ্যালো বলবো, টেক্সট ম্যাসেজ চট করে দেখে নিবো, কিংবা ফেসবুকে চোখ রাখব। আবারও কোন প্রিয় মুখের চলে যাওয়ার খবর পাবো। আবার ভারাক্রান্ত হবো। শেষে আজকের মতোই নিজেকে সান্ত্বনা দিবো, এই তো আর কয়েকটা দিনের অপেক্ষা। তার পরই আমাদেরকে ছেড়ে যাওয়া সেই প্রিয় মুখগুলোর দেখা আমি পাবো।

অবশেষে, এক দিন আমিও মরীচিকার পৃথিবী ছেড়ে চলে যাবো। তখন অন্যরাও নিশ্চয়ই এই খবরটা পাবেন ফোন, টেক্সট, কিংবা ফেসবুকে।

জুন ৫, ২০১৯

কাজী হাসান

লেখক: quazih@yahoo.com